হাটহাজারীতে সাইফুদ্দিন রুবেল (৪৫) নামের এক দুবাই প্রবাসী সড়ক দুর্ঘটনার তেরো দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার (১৪ জুলাই) বাদে আছর নিহতের উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের নিজ গ্রামে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থান তাকে দাফন করা হয়েছে। এর আগে রবিবার দিবাগত রাত দুইটার দিকে চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
নিহত রুবেল উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ০২ ওয়ার্ডের মরহুম একেএম শাহাবুদ্দিনের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী সাইফুদ্দিন রুবেলকে গত ৩০ মে সোমবার হাটহাজারীর জাগৃতি ক্লাবের দক্ষিণ পাশে উল্টো দিক থেকে আসা একটি দ্রতগামী মোটরসাইকেল সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় দুই সন্তানের জনক রুবেল। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে নগরীর একটি বেসরকারি হাসপাতালের নিয়ে গেলে সেখানে আইসিইউতে রাখা হয়। পরে অবস্থার অবনতি হলে গত ৭ জুলাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় তাকে। সেখানেই নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয় এবং সোমবার বাদে আছর নিহতের নিজ গ্রামের মসজিদ মাঠে মরহুমের জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থান তাকে দাফন করা হয়েছে।
নিহতের ভাই চবি ডেপুটি রেজিস্ট্রার গিয়াস উদ্দিন সোমবার রাত আটটার দিকে বলেন, “আমার ভাই রুবেল ওখানে দাঁড়িয়েছিলো, উল্টা পথে এসে আমার ভাইকে ইনটেনশনালি মারা হয়েছে। এ ঘটনায় আমরা মামলা করেছি। প্রশাসনের প্রতি অনুরোধ তারা যেনো এ ঘটনার উপযুক্ত আইনগত ব্যবস্থা নেন। আর কারো সন্তান যেনো এভাবে এতিম না হয়।
সংশ্লিষ্ট ইউপি সদস্য মো.হাজী আবু মনসুর সোমবার রাত আটটার দিকে এ প্রতিবেদককে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এ ব্যাপারে জানতে রাউজান (গহিরা) হাইওয়ে থানার ওসি মাহমুদউল্লাহ রাত সাড়ে আটটার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবার বিনা ময়নাতদন্তে লাশ দাফনের আবেদন করেছিলো তাই লাশটি বিনা ময়নাতদন্তে পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে আর আমার পক্ষ থেকে এ ব্যাপারে যা যা সহযোগিতা দরকার আমি করবো বলেও তাদের জানিয়েছি।