চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক ও জনপথ বিভাগের দখল হওয়া জায়গা উদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড় কুমিরার ঘাটঘর এলাকায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
ঘণ্টাব্যাপী অভিযানে নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
অবৈধ দখলদারদের কারণে মহাসড়কের বাইপাস সড়কের প্রশস্ত করণের কাজ বাধাগ্রস্থ হওয়ায়, প্রশাসনের পক্ষ থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য বিভিন্ন সময়ে নোটিশ প্রদান করা হলেও, দখলদাররা জায়গা খালি না করায় এ অভিযান হয় বলে জানান সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা।
অভিযানে বড় কুমিরা বাইপাস সড়ক ও কুমিরা ঘাটঘর রোডে অবৈধভাবে গড়ে উঠা প্রায় ২০/২৫ টি দোকান ঘর উচ্ছেদ করা হয়।
সড়ক ও জনপথ বিভাগ সীতাকুণ্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ ফারহান আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে সড়ক ও জনপথের জায়গা কিছু লোক অবৈধভাবে দখল করে আসছিলো, সড়ক ও জনপথ বিভাগের সেই দখলকৃত জায়গাগুলো দখল মুক্ত করা হয়েছে। উচ্ছেদের বিষয়টি দখলদারদের বারবার নোটিশ দিয়ে জানানো হলেও তারা স্থাপনা খালি করেনি। এ অভিযান চলমান থাকবে।