চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের অন্যতম সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফেনাপুনী যুব উন্নয়ন সংঘ’র উদ্যোগে এলাকার প্রবাসীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ৯ টায় সংগঠনের অস্থায়ী কার্যালয় ফেনাপুনী ফোরকানিয়া মাদরাসায় অনুষ্ঠিত হয়।
ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আকবর হোসাইনের সভাপতিত্বে ও ক্লাবের সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন শিবলুর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা আবু তাহের, ফেনাপুনী বায়তুল হক জামে মসজিদের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ, প্রবাসী কামাল উদ্দিন, নুরুল আমিন ও রাকিব শরীফ।
ক্লাবের সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন শিবলু বলেন, এলাকার মানুষদের হাত ধরে এই ক্লাব শুরু হয়। তারাই আমাদের এই ক্লাবের দায়িত্বভার তুলে দেন। আমরা সমাজে সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করছি। মিরসরাইয়ে বন্যার ঝুঁকি সব চাইতে বেশী এই এলাকায়। আমরা বন্যা থেকে পরিত্রাণের জন্য কাজ করছি। বন্যা কবলিত এলাকায় দ্রুত ত্রাণ সহয়তা পৌঁছে দিয়েছি প্রতিটি ঘরে ঘরে। এছাড়া ভেঙ্গে পড়া রাস্তা সংস্কারেও এই সংগঠনের সদস্যরা এগিয়ে আসেন। আমরা জানি প্রবাসীরা আমাদের সমাজের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেন। সে জন্য আমাদের প্রবাসী ভাইদের হাতে তাদের সম্মানে এই স্মারক তুলে দিতে পেরে আমরা আনন্দিত।
এসময় সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ১০ জন প্রবাসীকে সংবর্ধনা দেয়া হয়