রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ফুলবাগিচা স্বর্ণের টিলা এলাকায় জলাশয়ে ডুবে তাহেরা বেগম (৩০) নামে এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) বিকাল ৫ টার দিকে রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের কর্মীরা তার লাশ উদ্ধার করে। নিহত ওই নারী একই এলাকার নবাব শাহ’র মেয়ে ও ইসলামপুর মাজার গেইট এলাকার মো. সেকান্দরের স্ত্রী।
মো. সেকান্দর জানান, তার স্ত্রী দীর্ঘদিন যাবত মানসিকভাবে অসুস্থ ছিলেন। চিকিৎসার জন্য সে দক্ষিণ রাজানগর নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।
স্থানীয় ইউপি সদস্য আবদুল কাদের জানান, দুপুর ১টার দিকে ওই নারী জলাশয়টিতে পরে তলিয়ে যায়। সে দীর্ঘদিন যাবত মানসিক সমস্যায় ভূগছিলেন।
এ বিষয়ে রাঙ্গুনিয়া ফায়ার স্টেশন কর্মকর্তা জাহেদুর রহমান জানান, আমরা ৪টার দিকে খবর পায় এ এলাকায় মানসিক ভারসাম্যহীন এক নারী জলাশয়ে ডুবে যায়। পরে ঘটনাস্থলে এসে ৪০ মিনিটের প্রচেষ্টায় তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।