চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী কমর আলী উচ্চ বিদ্যালয় এর এসএসসি ব্যাচ ২০২৫ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ জুলাই) সকাল ১১ টায় স্কুল অডিটোরিয়াম এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু গোস্টবিহারী পালের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক নাজমুল আবেদীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বিদ্যালয় এডহক কমিটির সভাপতি শাহীদুল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ছালাহ উদ্দিন, বিদ্যালয় পরিচালনা পর্ষদ এর সদস্য সেলিম উদ্দিন, সাবেক প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম হারুন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার উদ্দিন বাবু, অত্র বিদ্যালয় এর শিক্ষক ফরহাদ আজাদ, প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সমন্বয়ক ছাত্রদল নেতা আলফাজ সহ অত্র বিদ্যালয় এর সকল শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ।
অনুষ্ঠানে আলোচনা শেষে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। বক্তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।