২০২৫ সালের এসএসসি পরীক্ষায় সন্দ্বীপ পাবলিক হাই স্কুল থেকে জিপিএ-৫ প্রাপ্ত সাতজন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশন।
গতকাল সন্দ্বীপ পাবলিক হাই স্কুলের নুরুল মোস্তফা খোকন অডিটোরিয়ামে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি ও ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ রেজাউল করিম। তিনি কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ হানিফ, সন্দ্বীপ পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক মোসাদ্দেকুল মাওলা, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাজী শামসুল আহসান খোকন, যুগ্ম সম্পাদক মোস্তফা আল মোস্তাফিজ, অর্থ সম্পাদক আব্দুর রহিম সওদাগর, প্রচার সম্পাদক ইলিয়াছ সুমন এবং ক্রীড়া সম্পাদক মাস্টার গোফরান প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, “এই সংবর্ধনা শুধু একদিনের প্রাপ্তি নয়, বরং আগামী দিনে তাদের পথ চলার অনুপ্রেরণা হয়ে থাকবে।”
অনুষ্ঠানটি কৃতি শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।