সন্দ্বীপ উপজেলায় কবি আবদুল হাকিম পাবলিক অডিটরিয়ামে ৩০ নভেম্বর বুধবার সন্দ্বীপ উপজেলা প্রসাশনের আয়োজনে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে সকালে এক র্য্যালী উপজেলা পরিষদের চারদিকে প্রদক্ষিন করে পরে ফিতা কেটে ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন করেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা।
এ সময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাইনউদ্দীন মিশন, সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইসমাইল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আজম, উপজেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম, উপজেলা তথ্য সেবা কেন্দ্র অফিসার মুমতাহিনা বেগম, হরিশপুর ইউপি চেয়ারম্যান মাস্টার আবুল কাশেম মোল্লা, বাউরিয়া ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, সন্তোষপুর ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন জাপর, কালাপনিয়া ইউপি চেয়ারম্যান আলিমুর রাজী টিটু, আমানউল্ল্যাহ ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, আজিমপুর ইউপি সদস্য মোঃ রকি, প্রমুখ।
উক্ত মেলায় সন্দ্বীপের মোট ১৬ ডিপার্টমেন্টের ১৬ টি স্টল ছিল। দর্শক শ্রোতা সহ নানান শ্রেণী পেশার লোকজন দিনব্যাপী মেলা পরিদর্শন করেন। বিকালে সমাপনী আয়োজনের মাধ্যমে ১ম ২য় তৃতীয় সহ মোট ১৬ টি ক্যাটাগড়ির মাধ্যমে পুরস্কার তুলে দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়।