চট্টগ্রামের মিরসরাই অডিটোরিয়ামে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ” ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে নয়টায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক সোমাইয়া আক্তার সোহাগী।
সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার মো: শামীম। আরো বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজ, সমাজসেবা কর্মর্তা সাবরিনা লিনা। উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, প্রকল্প কর্মকর্তা মো: ইসমাইল হোসেন, জনস্বাস্থ্য প্রৌকশলী রাফাত বিন, শিক্ষা কর্মকর্তা ফজলুল হক, সাংবাদিক, স্বেচ্ছাসেবক, এতিমখানা, মাতৃত্বকালীন ভাতাভোগী, বয়স্কভাতা, বিধবাভাতা, সামাজিক নিরাপত্তা কর্মীসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।
আলোচনা সভার আগে অডিটোরিয়ামে উপস্থিত সবাই ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে সমাজকল্যাণ মন্ত্রনালয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা শারমিন এম মুরশিদের সাথে ভিডিও কনফারেন্সে শপথ বাক্য পাঠ করেন।