ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে যানজট নিরসনরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
শনিবার (২৬ জুলাই) দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
উক্ত অভিযানে কুমিরাস্থ কেডিএস লজেস্টিক ডিপো ও শীতলপুরস্থ বিএম কন্টেইনার ডিপোর সামনে মহাসড়কের উপর যত্রতত্র গাড়ী পার্কিং করা এবং উল্টো পথে গাড়ী চালানোর অপরাধে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় গাড়ী চালক মোঃ শরীফকে ১,৫০০ টাকা, রাব্বী হাওলাদার কে ১,৫০০ টাকা, মোঃ জহিরকে ১,৫০০ টাকা, মোঃ রায়হানকে ৬,০০০ টাকা, মোঃ নুরুল ইসলামকে ২,০০০ টাকাসহ সর্বমোট ১২,৫০০টাকা জরিমানা করা হয়।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, মহাসড়ক কে যানজট মুক্ত রাখতে কুমিরা ও শীতলপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় মহাসড়কে যত্রতত্র গাড়ী পার্কিং ও উল্টো পথে গাড়ী চালানোর অপরাধে সড়ক পরিবহন আইনে পাঁচজনকে সর্বমোট ১২,৫০০ টাকা জরিমানা করা হয়। একই সাথে ডিপো কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।
তিনি আরও বলেন, কিছু যানবাহন যত্রতত্র বিশৃঙ্খলভাবে মহাসড়ক দখল করে দাঁড়িয়ে থাকায় এখানে প্রায়ই যানজট সৃষ্টি হচ্ছে। তাই এ অভিযান অব্যহত রেখে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মোবাইল কোর্ট অভিযানে সহযোগীতা করেন বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ।