রাঙ্গুনিয়ায় সম্প্রতি নিবন্ধন বাতিল করা এক দলিল লেখককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মো. সোলেমান (৪৩)। তিনি বেতাগী ইউনিয়নের পূর্ব বেতাগী গ্রামের দক্ষিণ পাড়া গ্রামের মৃত আবুল কালাম মুন্সীর ছেলে। বুধবার (৩০ জুলাই) সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে এ বছরের ২৩ এপ্রিল একটি অপহরণ মামলায় জামিন নিতে গেলে আদালত জামিন না মঞ্জুর করে জেলে পাঠান। পরে তিনি জামিনে বের হন।
জানা গেছে, উপজেলার বেতাগী ইউনিয়নের সোলেমান একটি মামলার আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও স্থাপনা নির্মাণ করছিলেন। নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা তৈরি করার জন্য তাকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে এ বছরের ২৩ এপ্রিল মো. ইসমাইল নামে এক ব্যক্তি ফেব্রুয়ারি মাসে মোহাম্মদ সোলাইমানসহ তার ভাইয়ের বিরুদ্ধে অপহরণের অভিযোগ এনে জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করেন। মামলায় জামিন নিতে গেলে তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোের নির্দেশ দেন।
রাঙ্গুনিয়া সাব-রেজিস্ট্রি অফিস সূত্রে জানা গেছে, দলিল লেখক মোহাম্মদ সোলাইমান জালিয়াতি করে দলিল লেখক সনদ গ্রহন করে। তদন্ত করে প্রমাণিত হওয়ার কারনে এ মাসের ৯ জুলাই চটগ্রাম জেলা রেজিস্ট্রার খন্দকার জামীলুর রহমান সনদটি বাতিল করেন। মামলার বাদী বলেন, সোলাইমানের বিরুদ্ধে নানা জাল- জালিয়াতি কাগজপত্র তৈরি করে জমি রেজিস্ট্রির অভিযোগ রয়েছে। সম্প্রতি জেলা রেজিস্ট্রার তার দলিল লেখক নিবন্ধন বাতিল করে। রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতু্ল মাজদার বলেন, ” ১৪৫ ধারা ভঙ্গ করে স্থাপনা নির্মাণের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।