চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টায় চন্দ্রঘোনা থানাধীন কারিগরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ আবু তালেব সাদ্দাম (২৮)। সে কারিগর পাড়ার আব্দুস সালামের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছে চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল। তিনি জানান, রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন মহোদয়ের নির্দেশনায় ও রাজস্থলী সার্কেল অফিসার মোঃ নুরুল আমিন এর তত্বাধানে থানার এসআই মোঃ টিটু চন্দ্র দাস এবং এএসআই আবজল আহমদ সঙ্গীয় ফোর্সসহ গত শুক্রবার রাতে চন্দ্রঘোনা থানাধীন কারিগরপাড়া এলাকা থেকে আবু তালেব নামের ওই আসামীকে গ্রেফতার করেছে। সে চন্দ্রঘোনা থানায় জিআর জিআর-৩৯৬/২০ মামলার পরোয়ানাভুক্ত আসামী।
এদিকে শনিবার সকালে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে ওসি নিশ্চিত করেছেন।