আগামী ৫ আগষ্ট ‘জুলাই বিপ্লব’ দিবস উপলক্ষে সীতাকুণ্ডতে আয়োজিত কর্মসূচিকে সফল করতে সীতাকুণ্ড উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
২ আগষ্ট শনিবার সকালে ফৌজদারহাট ষ্টেশনস্থ আসলাম চৌধুরীর বাসভবনে উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ কমল কদরের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরী। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন,‘জুলাই বিপ্লব’ শুধু একটি তারিখ নয়, এটি গণতন্ত্র ও ভোটাধিকারের সংগ্রামের প্রতীক। আজকে কেউ কেউ বৈষম্যবিরোধী আন্দোলনকে নিজেদের আন্দোলনের ফসল বলে দাবি করছেন।
কিন্তু এই আন্দোলন সংগঠিত করেছে কারা তা জাতি জানে। এক দফা আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে। রাষ্ট্র পুনর্গঠনে সকলে এক সাথে কাজ করতে হবে, যদি রাষ্ট্র মেরামত করা না হয় তাহলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকিতে পড়বে।
বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-এমপিরা বিভিন্ন প্রকল্পের নামে হাজার হাজার লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। আজ বাংলাদেশের অর্থনীতি তলানিতে। তাই রাষ্ট্রের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য অতীতের ন্যায় প্রস্তুুত থাকার আহ্বান জনান।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারী জয়নাল আবেদীন দুলাল, দিদারুল ইসলাম মাহমুদ, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোরসালিন, আলহাজ্ব কামাল উদ্দিন, আবুল বশর ভুইয়া, নুরুদ্দিন জাহাঙ্গীর, এস এম লোকমান হাকিম, জিতেন্দ্র নারায়ন নাটু, নার্গিস আক্তার, এ্যাড রওশন আরা, নাজমুন নাহার নেলী, রবিউল হক, আরঙ্গজেব মোস্তফা, সাহাবুদ্দিন রাজু, খোরশেদ আলম মেম্বার, মোঃ লোকমান প্রমূখ।