রাঙামাটির কাপ্তাই থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভূক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৩ আগষ্ট) বেলা ১২টায় কাপ্তাই থানাধীন ঢাকাইয়া কলোনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতার কৃত আসামীর নাম মোঃ ফারুক(২১)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই থানার ওসি মোঃ মাসুদ জানান, থানার চলমান বিশেষ অভিযানে কাপ্তাই থানার এএসআই আফজাল হোসেন ও মোঃ মনিরুল ইসলাম কর্তৃক অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভূক্ত আসামি মোঃ ফারুক(২১) কে কাপ্তাই ঢাকাইয়া কলোনী এলাকা হতে গ্রেপ্তার করা হয়।
আসামিকে রোববার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।