চট্টগ্রাম 12:07 am, Friday, 8 August 2025

মীরসরাইয়ে শতবর্ষী জোরারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের জায়গা দখলের প্রতিবাদে ছাত্র ছাত্রীদের মানববন্ধন

চট্টগ্রামের মীরসরাই উপজেলার শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের পাঠাগারের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন করেছে স্কুলের ছাত্র ছাত্রীরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১০টায় জোরারগঞ্জ স্কুল মার্কেটের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশ নেয় বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী। এতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হাই, প্রধান শিক্ষক মো. সাইফুল আলম, সদস্য আবু সুফিয়ান চৌধুরী এবং শিক্ষার্থী কাজী জান্নাতুল ফেরদৌস হাবিবা, আশরাফুল ইসলাম, মালীশা ভৌমিক প্রমুখ।

প্রধান শিক্ষক মো. সাইফুল আলম বলেন, ‘এটি শতবর্ষী বিদ্যাপীঠ। একসময় এখানে বিদ্যালয়ের একটি ভবন ছিল। নতুন ভবন হওয়ার পর জায়গাটি খালি থাকায় স্থানীয় কৃষি অফিস মৌখিক অনুমতিতে সেখানে কার্যক্রম চালায়। কিন্তু এখন তারা জায়গাটি ছেড়ে দিচ্ছে না। উল্টো আদালতে মামলা করে পাঠাগার নির্মাণে বাধা দিচ্ছে। বিদ্যালয়ের স্বার্থে জায়গাটি ফেরত চাই।’

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হাই বলেন, ‘আমার দায়িত্ব নেওয়ার পর দলিলপত্র দেখে নিশ্চিত হয়েছি, জায়গাটি বিদ্যালয়ের নামে। বিদ্যালয় নিয়মিত খাজনাও পরিশোধ করে। এরপরও কৃষি অফিস অবৈধভাবে জায়গা দখল করে আছে। আদালতের স্টে অর্ডার থাকার পরও তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যা আদালত অবমাননার শামিল।’

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বিদ্যালয়ে একটি পূর্ণাঙ্গ পাঠাগার স্থাপন এখন সময়ের দাবি। অথচ এই জায়গা দখল করে বিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রমে বাধা দেওয়া হচ্ছে। সরকারি কার্যক্রম চালাতে হলে কৃষি অফিসকে সরকারি খাস জায়গা খুঁজে নিতে হবে, বিদ্যালয়ের জায়গা নয়।

এ সময় শিক্ষার্থীরা “আমাদের জমি আমাদেরই চাই”, “বিদ্যালয়ের জায়গা দখল চলবে না”, “পাঠাগার নির্মাণে বাধা নয়, সহায়তা চাই”—ইত্যাদি লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
এ বিষয়ে মীরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, ‘এই জায়গা নিয়ে উচ্চ আদালতে একটি মামলা রয়েছে। তবে স্কুল কর্তৃপক্ষ কেন মানববন্ধন করেছে, তা আমার জানা নেই।’

বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগকে অবহিত করা হয়েছে। দ্রুত পদক্ষেপ না নিলে তারা আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

হাটহাজারীতে ফজলুল কাদের চৌধুরীর ৫২তম মৃত্যু বার্ষিকী পালিত

মীরসরাইয়ে শতবর্ষী জোরারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের জায়গা দখলের প্রতিবাদে ছাত্র ছাত্রীদের মানববন্ধন

Update Time : 08:13:32 pm, Thursday, 7 August 2025

চট্টগ্রামের মীরসরাই উপজেলার শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের পাঠাগারের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন করেছে স্কুলের ছাত্র ছাত্রীরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১০টায় জোরারগঞ্জ স্কুল মার্কেটের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশ নেয় বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী। এতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হাই, প্রধান শিক্ষক মো. সাইফুল আলম, সদস্য আবু সুফিয়ান চৌধুরী এবং শিক্ষার্থী কাজী জান্নাতুল ফেরদৌস হাবিবা, আশরাফুল ইসলাম, মালীশা ভৌমিক প্রমুখ।

প্রধান শিক্ষক মো. সাইফুল আলম বলেন, ‘এটি শতবর্ষী বিদ্যাপীঠ। একসময় এখানে বিদ্যালয়ের একটি ভবন ছিল। নতুন ভবন হওয়ার পর জায়গাটি খালি থাকায় স্থানীয় কৃষি অফিস মৌখিক অনুমতিতে সেখানে কার্যক্রম চালায়। কিন্তু এখন তারা জায়গাটি ছেড়ে দিচ্ছে না। উল্টো আদালতে মামলা করে পাঠাগার নির্মাণে বাধা দিচ্ছে। বিদ্যালয়ের স্বার্থে জায়গাটি ফেরত চাই।’

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হাই বলেন, ‘আমার দায়িত্ব নেওয়ার পর দলিলপত্র দেখে নিশ্চিত হয়েছি, জায়গাটি বিদ্যালয়ের নামে। বিদ্যালয় নিয়মিত খাজনাও পরিশোধ করে। এরপরও কৃষি অফিস অবৈধভাবে জায়গা দখল করে আছে। আদালতের স্টে অর্ডার থাকার পরও তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যা আদালত অবমাননার শামিল।’

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বিদ্যালয়ে একটি পূর্ণাঙ্গ পাঠাগার স্থাপন এখন সময়ের দাবি। অথচ এই জায়গা দখল করে বিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রমে বাধা দেওয়া হচ্ছে। সরকারি কার্যক্রম চালাতে হলে কৃষি অফিসকে সরকারি খাস জায়গা খুঁজে নিতে হবে, বিদ্যালয়ের জায়গা নয়।

এ সময় শিক্ষার্থীরা “আমাদের জমি আমাদেরই চাই”, “বিদ্যালয়ের জায়গা দখল চলবে না”, “পাঠাগার নির্মাণে বাধা নয়, সহায়তা চাই”—ইত্যাদি লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
এ বিষয়ে মীরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, ‘এই জায়গা নিয়ে উচ্চ আদালতে একটি মামলা রয়েছে। তবে স্কুল কর্তৃপক্ষ কেন মানববন্ধন করেছে, তা আমার জানা নেই।’

বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগকে অবহিত করা হয়েছে। দ্রুত পদক্ষেপ না নিলে তারা আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন।