সীতাকুণ্ড পৌরসদর এলাকায় অবৈধ সিএনজির বিরুদ্ধে যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও বি আর টি এ চট্টগ্রাম।
গতকাল বুধবার দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
উক্ত অভিযানে ড্রাইভিং লাইসেন্স, মোটরযান রেজিষ্ট্রেশন, ফিটনেসসনদ ও রুটপারমিট ব্যতীত যানবাহন পরিচালনার অপরাধে সড়ক পরিবহন আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৭ জন গাড়ী চালককে ১৪ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, মহাসড়কে তিন চাকার যান নিষিদ্ধে বিষয়ে জেলা থেকে নির্দেশনা রয়েছে। সে নির্দেশনা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা হয়েছে। যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মোবাইল কোর্ট অভিযানে সহযোগীতা করেন বি,আর,টি,এ কর্তৃপক্ষ, সীতাকুণ্ড মডেল থানা পুলিশ এবং সীতাকুণ্ড উপজেলা শাখার নিরাপদ সড়ক আন্দোলনের সদস্যবৃন্দ।