চট্টগ্রাম 1:53 am, Thursday, 14 August 2025

এক কলেজেই ৩২ বছর, শিক্ষককে অশ্রুশিক্ত নয়নে বিদায় দিল সহকর্মীরা

রাঙ্গুনিয়া সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ মেজবাহ উদ্দিন আহমদ অবসরে গেছেন। চাকরি জীবনে ৩২ বছর কাটিয়েছেন এ প্রতিষ্ঠানটিতে। রোববার (১০ আগস্ট) ছিলো তাঁর শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবস। দীর্ঘদিনের কর্মজীবন শেষে সহকর্মীদের অশ্রুশিক্ত নয়নে বিদায় নিয়েছেন তিনি। এদিন তার শেষ কর্মদিবসে বিদায় সংবর্ধনা দিয়েছে কলেজের সহকর্মীরা।

শিক্ষক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ মুজিবুর রহমান। কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. আবদুল মাবুদের সঞ্চালনায় বক্তব্য দেন প্রাক্তন উপাধ্যক্ষ একেএম সুজা উদ্দিন, আবু মোহাম্মদ নুরুল মোমেন চৌধুরী, মোহাম্মদ মোকতার হোসেন, সৈয়দ নাসিম উদ্দিন, মনোজিত কুমার ধর, হোমায়রা রওশন, প্রণয় কুমার বড়ুয়া, মো. ইফতেখার হোসাইন, জাহেদুল আলম, এরশাদুল মোস্তফা, মোতাহের হোসাইন প্রমুখ। আলোচনা সভা শেষে বিদায়ী সহকর্মী সৈয়দ মেজবাহ উদ্দিন আহমদকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অশ্রুসজল নয়নে বিদায় দেন তারা। সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশের।

সৈয়দ মেজবাহ উদ্দিন আহমদ ৩২ বছর আগে রাঙ্গুনিয়া সরকারি কলেজে শিক্ষকতা জীবন শুরু করেন। ঐতিহ্যবাহী এই কলেজে শুরু থেকেই হিসাব বিজ্ঞান বিষয়ে পাঠদান করায় উপজেলা ছাড়িয়ে আশেপাশের এলাকাগুলোর হাজারো শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় শিক্ষক হিসেবে বেশ পরিচিত লাভ করেন তিনি। শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবসে সংবর্ধনা অনুষ্ঠানে তার সহকর্মীদের ভালবাসায় সিক্ত হন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক মিরসরাই’র ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প

এক কলেজেই ৩২ বছর, শিক্ষককে অশ্রুশিক্ত নয়নে বিদায় দিল সহকর্মীরা

Update Time : 11:57:00 pm, Sunday, 10 August 2025

রাঙ্গুনিয়া সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ মেজবাহ উদ্দিন আহমদ অবসরে গেছেন। চাকরি জীবনে ৩২ বছর কাটিয়েছেন এ প্রতিষ্ঠানটিতে। রোববার (১০ আগস্ট) ছিলো তাঁর শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবস। দীর্ঘদিনের কর্মজীবন শেষে সহকর্মীদের অশ্রুশিক্ত নয়নে বিদায় নিয়েছেন তিনি। এদিন তার শেষ কর্মদিবসে বিদায় সংবর্ধনা দিয়েছে কলেজের সহকর্মীরা।

শিক্ষক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ মুজিবুর রহমান। কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. আবদুল মাবুদের সঞ্চালনায় বক্তব্য দেন প্রাক্তন উপাধ্যক্ষ একেএম সুজা উদ্দিন, আবু মোহাম্মদ নুরুল মোমেন চৌধুরী, মোহাম্মদ মোকতার হোসেন, সৈয়দ নাসিম উদ্দিন, মনোজিত কুমার ধর, হোমায়রা রওশন, প্রণয় কুমার বড়ুয়া, মো. ইফতেখার হোসাইন, জাহেদুল আলম, এরশাদুল মোস্তফা, মোতাহের হোসাইন প্রমুখ। আলোচনা সভা শেষে বিদায়ী সহকর্মী সৈয়দ মেজবাহ উদ্দিন আহমদকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অশ্রুসজল নয়নে বিদায় দেন তারা। সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশের।

সৈয়দ মেজবাহ উদ্দিন আহমদ ৩২ বছর আগে রাঙ্গুনিয়া সরকারি কলেজে শিক্ষকতা জীবন শুরু করেন। ঐতিহ্যবাহী এই কলেজে শুরু থেকেই হিসাব বিজ্ঞান বিষয়ে পাঠদান করায় উপজেলা ছাড়িয়ে আশেপাশের এলাকাগুলোর হাজারো শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় শিক্ষক হিসেবে বেশ পরিচিত লাভ করেন তিনি। শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবসে সংবর্ধনা অনুষ্ঠানে তার সহকর্মীদের ভালবাসায় সিক্ত হন তিনি।