পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নকে উৎসাহিত করতে সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগস্ট) সীতাকুণ্ড ডিগ্রী কলেজ প্রাঙ্গণে কলেজ শিক্ষক, শিক্ষার্থী ও জামায়াতে ইসলামী যুব বিভাগ ও জামায়াত নেতৃবৃন্দের উপস্থিতে এ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী ও সাবেক কাউন্সিলর মোহাম্মদ তাহের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সীতাকুণ্ড ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ মুসা।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ তাহের বলেন, বৃক্ষ আমাদের পরিবেশ, জীবন ও ভবিষ্যৎ রক্ষার অপরিহার্য উপাদান। প্রতিটি মানুষ যদি অন্তত একটি করে গাছ লাগায় এবং লালন করে, তবে পরিবেশ দূষণ রোধ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব কমানো সম্ভব হবে।
তিনি আরও বলেন, এই কর্মসূচির মাধ্যমে এলাকার জনসাধারণকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় উৎসাহিত করার লক্ষ্য নেওয়া হয়েছে। এছাড়াও সারাদেশে উপজেলাগুলোতে সকল যুব জামায়াত নেতা ও কর্মীরা অন্তত দুইটি করে গাছ রোপণ করবেন এবং জনসাধারণকেও বছরের এই অনুকূল সময়ে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ মোহাম্মদ মুসা বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে সবাইকে সক্রিয়ভাবে সবুজায়ন আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, গাছ শুধু অক্সিজেন দেয় না, বরং মাটি, পানি ও জীববৈচিত্র্য রক্ষায়ও অমূল্য অবদান রাখে।
এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড ডিগ্রী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ সুবীর কান্তি, উপজেলা জামায়াতে ইসলামী এসিস্ট্যান্ট সেক্রেটারী কুতুবউদ্দিন শিবলী, উপজেলা যুব বিভাগের সভাপতি শামসুল হুদা, সেক্রেটারী তৌহিদুল ইসলাম, কলেজ ছাত্রশিবিরের সভাপতি শাহাদাত হোসাইন শাকিলসহ প্রমুখ।
অনুষ্ঠান শেষে অতিথিরা কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষুধি গাছের চারা রোপণ করেন।