হাটহাজারীর যানজট নিরসনে ‘আবেগী শাসনের’ পরিবর্তে ‘আইনের শাসন’ প্রতিষ্ঠার উপর জোর দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।
তিনি বলেছেন, সাধারণ মানুষের স্বার্থে ব্যক্তি বিশেষের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে এবং অন্যায়কারীদের সামাজিকভাবে বয়কট করতে হবে।
সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘যানজট নিরসনে করণীয় নির্ধারণ’ সংক্রান্ত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউএনও মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, “দেশের সাধারণ মানুষের স্বার্থ রক্ষার জন্য আবেগী শাসন নয়, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এজন্য সর্বমহলের সহযোগিতা প্রয়োজন। সমাজে নীতি ও আদর্শের প্রতিফলন ঘটাতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।”
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সহকারী কমিশনার (ভূমি) মো. শাহেদ আরমান, হাটহাজারী মডেল থানার ওসি আবু কাওসার মাহমুদ হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তাপস কুমার মজুমদারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় সাংবাদিক, ব্যবসায়ী, পরিবহন মালিক-শ্রমিক নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা যানজট নিরসনে তাদের মতামত ও লিখিত প্রস্তাবনা তুলে ধরেন।