চট্টগ্রাম 10:20 pm, Wednesday, 13 August 2025
“প্রযুক্তিনির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি” প্রতিপাদ্যে দিনব্যাপী কর্মসূচি

সন্দ্বীপে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে। “প্রযুক্তিনির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি”—এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে ১২ আগস্ট মঙ্গলবার দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, শপথ পাঠ এবং প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সামছুল আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ কে এম সফিকুল আলম চৌধুরী, ভারপ্রাপ্ত কর্মকর্তা, সন্দ্বীপ থানা এবং আলমগীর হোসেন ঠাকুর, সদস্য সচিব, সন্দ্বীপ উপজেলা বিএনপি। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মচারী এবং প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের যুব সমাজকে দক্ষ ও উৎপাদনক্ষম মানবসম্পদে পরিণত করতে সরকার প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করেছে। প্রতিবছর যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রায় ২ লাখ যুবক-যুবতী বিভিন্ন কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানে যুক্ত হচ্ছেন। তারা বলেন, তরুণদের সম্ভাবনাকে কাজে লাগাতে প্রশিক্ষণের পাশাপাশি আর্থিক ও উপকরণ সহায়তা দিয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে।

বক্তারা আরও বলেন, প্রযুক্তিনির্ভর কর্মমুখী প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ঋণ ও সংগঠনভিত্তিক স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে যুবদের অংশগ্রহণ বাড়াতে হবে, যাতে তারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এর আগে সকাল ৯টায় একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‍্যালিতে অংশগ্রহণ করেন বিভিন্ন যুব সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক মিরসরাই’র ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প

“প্রযুক্তিনির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি” প্রতিপাদ্যে দিনব্যাপী কর্মসূচি

সন্দ্বীপে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

Update Time : 04:40:57 pm, Tuesday, 12 August 2025

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে। “প্রযুক্তিনির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি”—এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে ১২ আগস্ট মঙ্গলবার দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, শপথ পাঠ এবং প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সামছুল আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ কে এম সফিকুল আলম চৌধুরী, ভারপ্রাপ্ত কর্মকর্তা, সন্দ্বীপ থানা এবং আলমগীর হোসেন ঠাকুর, সদস্য সচিব, সন্দ্বীপ উপজেলা বিএনপি। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মচারী এবং প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের যুব সমাজকে দক্ষ ও উৎপাদনক্ষম মানবসম্পদে পরিণত করতে সরকার প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করেছে। প্রতিবছর যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রায় ২ লাখ যুবক-যুবতী বিভিন্ন কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানে যুক্ত হচ্ছেন। তারা বলেন, তরুণদের সম্ভাবনাকে কাজে লাগাতে প্রশিক্ষণের পাশাপাশি আর্থিক ও উপকরণ সহায়তা দিয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে।

বক্তারা আরও বলেন, প্রযুক্তিনির্ভর কর্মমুখী প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ঋণ ও সংগঠনভিত্তিক স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে যুবদের অংশগ্রহণ বাড়াতে হবে, যাতে তারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এর আগে সকাল ৯টায় একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‍্যালিতে অংশগ্রহণ করেন বিভিন্ন যুব সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।