চট্টগ্রাম 11:50 am, Friday, 15 August 2025

জোরারগঞ্জ থানার উদ্যোগে ওপেন হাউজ ডে পালিত 

চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে পালিত হয়েছে।  ‎বৃহস্পতিবার ( ১৪ আগষ্ট) বিকালে থানা প্রাঙ্গণে জনসাধারণের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এই আয়োজন করা হয়।

‎জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল হালিমের এর সভাপতিত্বে এসআই আমিরুল ইসলাম  সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলার মিরসরাই সার্কেল সহকারী পুলিশ সুপার মোঃ নোমান আহমেদ। ‎

এই সময় বারিয়ারহাট পৌরসভার সাবেক কমিশনার মামুনুর রশীদ, জোরারগঞ্জ থানা বিএনপির সদস্য মেজবাহ উদ্দিন, জামায়াতে ইসলামীর জোরারগঞ্জ থানা আমির নুরুল হুদা হামিদী, অর্থ সম্পাদক ডা: আবদুল গফুর, এম এ মামুন, খাইরুল্লাহ, পৌর জামায়াতের আমীর মোহাম্মদ শিহাব উদ্দিন, সাবেক যুবদল নেতা শাহিনুল ইসলাম স্বপন, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সদস্য আবদুল্লাহ মামুনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎ওপেন হাউজ ডে উপলক্ষে স্থানীয় জনগণের সঙ্গে খোলামেলা আলোচনা হয়। এতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সমস্যা, মাদক প্রতিরোধ, সড়ক দুর্ঘটনা রোধ ও কিশোর অপরাধ দমনসহ নানা বিষয়ে মতামত তুলে ধরা হয়।

‎আলোচনায় বক্তারা পুলিশ ও জনগণের পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সমাজ থেকে অপরাধ দূর করতে হলে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ওজনে কারচুপি ও বিনা লাইসেন্সে খাদ্য তৈরীর অপরাধে ৩০ হাজার টাকা অর্থদন্ড

জোরারগঞ্জ থানার উদ্যোগে ওপেন হাউজ ডে পালিত 

Update Time : 08:10:45 pm, Thursday, 14 August 2025

চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে পালিত হয়েছে।  ‎বৃহস্পতিবার ( ১৪ আগষ্ট) বিকালে থানা প্রাঙ্গণে জনসাধারণের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এই আয়োজন করা হয়।

‎জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল হালিমের এর সভাপতিত্বে এসআই আমিরুল ইসলাম  সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলার মিরসরাই সার্কেল সহকারী পুলিশ সুপার মোঃ নোমান আহমেদ। ‎

এই সময় বারিয়ারহাট পৌরসভার সাবেক কমিশনার মামুনুর রশীদ, জোরারগঞ্জ থানা বিএনপির সদস্য মেজবাহ উদ্দিন, জামায়াতে ইসলামীর জোরারগঞ্জ থানা আমির নুরুল হুদা হামিদী, অর্থ সম্পাদক ডা: আবদুল গফুর, এম এ মামুন, খাইরুল্লাহ, পৌর জামায়াতের আমীর মোহাম্মদ শিহাব উদ্দিন, সাবেক যুবদল নেতা শাহিনুল ইসলাম স্বপন, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সদস্য আবদুল্লাহ মামুনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎ওপেন হাউজ ডে উপলক্ষে স্থানীয় জনগণের সঙ্গে খোলামেলা আলোচনা হয়। এতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সমস্যা, মাদক প্রতিরোধ, সড়ক দুর্ঘটনা রোধ ও কিশোর অপরাধ দমনসহ নানা বিষয়ে মতামত তুলে ধরা হয়।

‎আলোচনায় বক্তারা পুলিশ ও জনগণের পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সমাজ থেকে অপরাধ দূর করতে হলে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।