বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষ্যে রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি সংসদে উদ্যেগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকাল ৫টায় আলমশাহ পাড়া বায়তুল রহমত জামে মসজিদ এই দোয়া অনুষ্ঠিত হয়।
মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. রবিউল হাসানের সভাপতিত্ব ও লালানগর ইউনিয়ন যুবদলের সি.সহসভাপতি মো. আলমগীর হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম খোকন উপজেলা জিয়া মঞ্চের সহ সভাপতি ও উত্তর জেলা জিসাসের যুগ্ম সম্পাদক এম. মতিন, মো. রোকন, মো. মালেক শাহ, সিরাজুল ইসলাম, নুরুল আলম, আইয়ুব খান, দিদারুল আলম ও মো. আহাদ প্রমূখ। এসময় ইউনিয়ন যুবদল, ছাত্রদল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মজিবুর রহমান। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।