চট্টগ্রাম 11:11 pm, Friday, 15 August 2025

মাদককে না বলার জন্য খেলাধুলা সবচেয়ে গুরুত্বপূর্ণ- সাবেক উপজেলা চেয়ারম্যান হাসনাত

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় শহীদ ওয়াসিম আকরাম ক্রীড়া পরিষদ রাজারহাট-এর আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার উত্তর রাঙ্গুনিয়া রাজারহাট রাজাভূবন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় সভাপতিত্ব করেন লালানগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এইচ সুমন।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব আবু আহমেদ হাসনাত বলেন, “আজ শৈরাচার বিদায়ের এক বছর। গত বছরের আগস্টে আমরা হারিয়েছি জাতীয়তাবাদী ছাত্রদল নেতা ওয়াসিমকে, যিনি সমগ্র বাংলাদেশের প্রথম শহীদ। তাদের রক্তের ধারাবাহিকতায় আমরা আজ এই অনুষ্ঠানে একত্রিত হয়েছি। জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগের বিনিময়েই আমরা এই মঞ্চে দাঁড়িয়ে কথা বলছি। আমি সবসময় খেলাধুলাকে গুরুত্ব দিই এবং অন্যদেরও অনুপ্রাণিত করি। কারণ মাদককে না বলার জন্য খেলাধুলা সবচেয়ে কার্যকর মাধ্যম। তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে এগিয়ে যেতে হবে।”

তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “জুলাই বিপ্লবের স্মরণে এবং তাদের উৎসর্গ করে এই খেলার আয়োজন অত্যন্ত প্রশংসনীয়।” এসময় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে তাঁর সুস্বাস্থ্য কামনা করেন।

উদ্বোধনী খেলায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবছার হোসেন তালুকদার। সঞ্চালনা করেন সাইফুল ইসলাম টিপু। বিশেষ অতিথি ছিলেন লালানগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উত্তর জেলা যুগ্ম আহ্বায়ক মো. ইউনুচ তালুকদার, মো. বখতিয়ার, মো. সোহেল, বাদশা আলম, ইঞ্জি. জাবের সিকদার, আবদুল সফুর, মো. ওসমান গণি, সাইফুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন খেলা পরিচালনা কমিটির সদস্য দিদারুল আলম, আজিজ, আলম,এনাম, শাহেদ, মিজান, সেলিম, সাইমন, আরফাত, আরিফ, ইমন, ঈশান, ইকবাল, সজীব, রিফাত, সাহেদ প্রমুখ। খেলায় অংশ নেন পোমরা চাইনি পাড়া ও রাজাভূবন ইছামতী ক্লাব। নির্ধারিত সময়ে উভয় দল ১-১ গোলে সমতা করলেও পেনাল্টিতে রাজাভূবন ইছামতী ক্লাব জয়ী হয়। রেফারি ছিলেন অমিতোশ বড়ুয়া, মো. সজীব ও মো. শাহেদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে অভিযোগ পেয়ে বাল্য বিবাহ বন্ধ করলো ইউএনও

মাদককে না বলার জন্য খেলাধুলা সবচেয়ে গুরুত্বপূর্ণ- সাবেক উপজেলা চেয়ারম্যান হাসনাত

Update Time : 08:56:01 pm, Friday, 15 August 2025

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় শহীদ ওয়াসিম আকরাম ক্রীড়া পরিষদ রাজারহাট-এর আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার উত্তর রাঙ্গুনিয়া রাজারহাট রাজাভূবন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় সভাপতিত্ব করেন লালানগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এইচ সুমন।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব আবু আহমেদ হাসনাত বলেন, “আজ শৈরাচার বিদায়ের এক বছর। গত বছরের আগস্টে আমরা হারিয়েছি জাতীয়তাবাদী ছাত্রদল নেতা ওয়াসিমকে, যিনি সমগ্র বাংলাদেশের প্রথম শহীদ। তাদের রক্তের ধারাবাহিকতায় আমরা আজ এই অনুষ্ঠানে একত্রিত হয়েছি। জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগের বিনিময়েই আমরা এই মঞ্চে দাঁড়িয়ে কথা বলছি। আমি সবসময় খেলাধুলাকে গুরুত্ব দিই এবং অন্যদেরও অনুপ্রাণিত করি। কারণ মাদককে না বলার জন্য খেলাধুলা সবচেয়ে কার্যকর মাধ্যম। তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে এগিয়ে যেতে হবে।”

তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “জুলাই বিপ্লবের স্মরণে এবং তাদের উৎসর্গ করে এই খেলার আয়োজন অত্যন্ত প্রশংসনীয়।” এসময় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে তাঁর সুস্বাস্থ্য কামনা করেন।

উদ্বোধনী খেলায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবছার হোসেন তালুকদার। সঞ্চালনা করেন সাইফুল ইসলাম টিপু। বিশেষ অতিথি ছিলেন লালানগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উত্তর জেলা যুগ্ম আহ্বায়ক মো. ইউনুচ তালুকদার, মো. বখতিয়ার, মো. সোহেল, বাদশা আলম, ইঞ্জি. জাবের সিকদার, আবদুল সফুর, মো. ওসমান গণি, সাইফুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন খেলা পরিচালনা কমিটির সদস্য দিদারুল আলম, আজিজ, আলম,এনাম, শাহেদ, মিজান, সেলিম, সাইমন, আরফাত, আরিফ, ইমন, ঈশান, ইকবাল, সজীব, রিফাত, সাহেদ প্রমুখ। খেলায় অংশ নেন পোমরা চাইনি পাড়া ও রাজাভূবন ইছামতী ক্লাব। নির্ধারিত সময়ে উভয় দল ১-১ গোলে সমতা করলেও পেনাল্টিতে রাজাভূবন ইছামতী ক্লাব জয়ী হয়। রেফারি ছিলেন অমিতোশ বড়ুয়া, মো. সজীব ও মো. শাহেদ।