কাপ্ রাঙামাটির কাপ্তাই উপজেলায় অভিযোগ পেয়ে বাল্য বিবাহ বন্ধ করেছে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র। শুক্রবার (১৫ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের ৬নং ওয়ার্ড মুরগির টিলা নামক এলাকায় এই ঘটনা ঘটেছে। এসময় বাল্য বিবাহের আয়োজন করায় মেয়ের মা রুবী বেগম (৪৪) নিকট হতে ৫ হাজার টাকা জরিমানা আদায় সহ পরিবারের সদস্যদের কাছ থেকে মুচলেকা নেয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওমান প্রবাসী এক ছেলের সাথে অপ্রাপ্ত বয়স্ক কন্যার বিয়ের আয়োজন করে মা রুবী আক্তার। কিন্তু ঘটনাটি এলাকায় জানাজানি হলে উপজেলা প্রশাসনকে খবর দেওয়া হয়। তৎক্ষনাৎ উপজেলা ভারপ্রাপ্ত ইউএনও এবং মহিলা বিষয়ক কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে বিয়ে বন্ধ করে দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ( ভূমি) নেলী রুদ্র জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পেয়েছি। পরবর্তীতে অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিবাহ দেওয়ার আয়োজন করার অপরাধে মেয়ের মা রুবী বেগমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরিবারের সদস্যদের ভবিষ্যতে এমন কাজ না করার জন্য মুচলেকা নেওয়া হয়।