চট্টগ্রামের মিরসরাইয়ে করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি এমরান হোসেন শামীমের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে৷ রবিবার (১৭ আগস্ট) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ এবং শ্রেনীকক্ষে প্রায় দেড় হাজার শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার লোকদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়৷
আয়োজিত ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইনে সার্বিক সহযোগিতায় ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক মিরসরাই এর সদস্যরা৷ তাদের স্লোগান ছিল ‘রক্ত দানে নাহি ভয়, নতুন সম্পর্ক সৃষ্টি হয়’৷
রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন পরিদর্শন করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান, করেরহাট ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এয়াছিন মিজান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন বাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন মিয়া সওদাগর, করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহার উদ্দিন ভূঁইয়া, ইউনিয়ন বিএনপির সাবেক অর্থ সম্পাদক নুরুল আলম।
আরও উপস্থিত ছিলেন উদয়ন ক্লাবের সভাপতি সালেহ উদ্দিন ডিপটি, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল মুরাদ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোতাহের হোসেন রাসেল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ কালা, যুবদলের সদস্য রেজাউল করিম হক সাব সহ ইউনিয়ন ছাত্রদল, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।