চট্টগ্রাম 8:50 am, Tuesday, 19 August 2025

হাটহাজারীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ স্লোগানকে সামনে রেখে সারাদেশের মতো হাটহাজারীতেও জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ পালিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় হাটহাজারী উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যলি ও আলোচনা সভা এবং সফল মৎস্যচাষীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং উপজেলা সহকারি কমিশনার ভূমি অফিসের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো.শওকত আলী। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “হালদা নদী থেকে আহরণ করা মা মাছের ডিম দেশের অর্থনীতিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই হালদা নদীকে যার যার অবস্থান থেকে রক্ষা করতে হবে।” এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য সম্প্রসারন কর্মকর্তা মেহেরুন নেছা, নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ রমজান।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, হাটহাজারী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক খোরশেদ আলম শিমুল, মৎস্যচাষীদের মধ্যে বক্তব্য রাখেন, যথাক্রমে ডা.আবুল খায়ের,কামাল উদ্দিন,শফিউল আলম প্রমুখ।

অনুষ্ঠানে মৎস্য অফিসের মো.লোকমান হোসেনসহ উপজেলার শতাধিক মৎস্যচাষী উপস্থিত ছিলেন। সবশেষে আমন্ত্রিত অতিথিরা সফল মৎস্যচাষী হিসেবে মো.শফিউল আলম,কার্প মিশ্রণ মৎস্যচাষী মো.হারুন ও পোনা উৎপদনের জন্য আব্দুল কাদেরের হাতে পুরস্কার তুলে দেন। এর আগে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র্যালি বের হয়ে সড়কের প্রদান সড়ক পদক্ষিন করে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

চাইল্ড কেয়ার বাংলাদেশের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

হাটহাজারীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

Update Time : 05:19:34 pm, Monday, 18 August 2025

‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ স্লোগানকে সামনে রেখে সারাদেশের মতো হাটহাজারীতেও জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ পালিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় হাটহাজারী উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যলি ও আলোচনা সভা এবং সফল মৎস্যচাষীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং উপজেলা সহকারি কমিশনার ভূমি অফিসের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো.শওকত আলী। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “হালদা নদী থেকে আহরণ করা মা মাছের ডিম দেশের অর্থনীতিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই হালদা নদীকে যার যার অবস্থান থেকে রক্ষা করতে হবে।” এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য সম্প্রসারন কর্মকর্তা মেহেরুন নেছা, নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ রমজান।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, হাটহাজারী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক খোরশেদ আলম শিমুল, মৎস্যচাষীদের মধ্যে বক্তব্য রাখেন, যথাক্রমে ডা.আবুল খায়ের,কামাল উদ্দিন,শফিউল আলম প্রমুখ।

অনুষ্ঠানে মৎস্য অফিসের মো.লোকমান হোসেনসহ উপজেলার শতাধিক মৎস্যচাষী উপস্থিত ছিলেন। সবশেষে আমন্ত্রিত অতিথিরা সফল মৎস্যচাষী হিসেবে মো.শফিউল আলম,কার্প মিশ্রণ মৎস্যচাষী মো.হারুন ও পোনা উৎপদনের জন্য আব্দুল কাদেরের হাতে পুরস্কার তুলে দেন। এর আগে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র্যালি বের হয়ে সড়কের প্রদান সড়ক পদক্ষিন করে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়।