চট্টগ্রাম 1:18 am, Thursday, 21 August 2025
বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সফল মৎস্যচাষিদের পুরস্কার প্রদান

সন্দ্বীপে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন করা হয়েছে।

বুধবার, ২০ আগস্ট সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সপ্তাহব্যাপী কর্মসূচির শুভ সূচনা করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মামরা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী আবদুল আলীম,উপজেলা কৃষি কর্মকর্তা মারুফ হাসান,সন্দ্বীপ থানার ওসি (তদন্ত) মোঃ জুয়েলবাংলাদেশ কোস্ট গার্ড, পূর্ব জোন-এর প্রতিনিধি সিসি নজরুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা স্বপন কুমার দাস।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলার সফল মৎস্যচাষি আমিনুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৎস্যচাষি মাস্টার মাহাবুবুর রহমান।

অনুষ্ঠানের শুরুতেই উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়, যা ছিল পরিবেশ রক্ষায় প্রতীকী উদ্যোগ। পরে উপজেলার সফল তিনজন মৎস্যচাষিকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।

বক্তারা বলেন, দেশি মাছের উৎপাদন বাড়াতে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ এবং অভয়াশ্রম গড়ে তোলা একান্ত প্রয়োজন।

তারা আরও বলেন, সফল মৎস্যচাষীরা দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাই মৎস্য খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, সচেতনতা বৃদ্ধি ও সরকারি সহায়তা আরও জোরদার করা উচিত বলে তারা মত প্রকাশ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রামগড়ে অবৈধ ভাবে সীসা তৈরি করায় ১ লক্ষ টাকা অর্থদণ্ড

বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সফল মৎস্যচাষিদের পুরস্কার প্রদান

সন্দ্বীপে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন

Update Time : 04:16:07 pm, Wednesday, 20 August 2025

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন করা হয়েছে।

বুধবার, ২০ আগস্ট সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সপ্তাহব্যাপী কর্মসূচির শুভ সূচনা করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মামরা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী আবদুল আলীম,উপজেলা কৃষি কর্মকর্তা মারুফ হাসান,সন্দ্বীপ থানার ওসি (তদন্ত) মোঃ জুয়েলবাংলাদেশ কোস্ট গার্ড, পূর্ব জোন-এর প্রতিনিধি সিসি নজরুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা স্বপন কুমার দাস।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলার সফল মৎস্যচাষি আমিনুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৎস্যচাষি মাস্টার মাহাবুবুর রহমান।

অনুষ্ঠানের শুরুতেই উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়, যা ছিল পরিবেশ রক্ষায় প্রতীকী উদ্যোগ। পরে উপজেলার সফল তিনজন মৎস্যচাষিকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।

বক্তারা বলেন, দেশি মাছের উৎপাদন বাড়াতে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ এবং অভয়াশ্রম গড়ে তোলা একান্ত প্রয়োজন।

তারা আরও বলেন, সফল মৎস্যচাষীরা দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাই মৎস্য খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, সচেতনতা বৃদ্ধি ও সরকারি সহায়তা আরও জোরদার করা উচিত বলে তারা মত প্রকাশ করেন।