মীরসরাইয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা অনুষ্ঠিত
মীরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মীরসরাইয়ে স্বেচছাসেবক দলের উদ্যোগে ৪৫তম প্রতিষ্ঠাবর্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
বুধবার (২০ আগষ্ট) বিকাল ৪ টায় মীরসরাই পৌর সদরে মীরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দল, বারিয়ারহাট পৌরসভা ও মীরসরাই পৌরসভা শাখার উদ্যোগে ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত শোভাযাত্রা ঢাকা – চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌরসদরে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
মীরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মো ফোরকান উদ্দিন, যুগ্ম আহবায়ক কামাল হোসেন, যুগ্ম আহবায়ক আরিফ হোসেন, বারইয়ার হাট স্বেচছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব মো: নুরুন্নবী, মীরসরাই পৌরসভা স্বেচছাসেবক দলের আহ্বায়ক ফরহাদ হোসেন তুহিন, সদস্য সচিব শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে প্রায় সহস্রাধিক নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।