চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলায় শতাধিক কৃষকদের নিয়ে কীটনাশক কোম্পানী ইনতেফা’র উদ্যোগে কৃষক সমাবেশ ও বিনা মূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগষ্ট) সকাল ১১ টায় সীতাকুণ্ড উপজেলার দোয়াজী পাড়া গ্রামে উক্ত কৃষক সমাবেশ ও চারা বিতরণ ইনতেফা কোম্পানির উদ্যোগে অনুষ্ঠিত হয়। ইনতেফা’র চট্টগ্রাম ডিপুটি এরিয়া ম্যানেজার আনোয়ার হোসেনের সভাপতিত্বে সীতাকুণ্ড সিনিয়র টেরিটোরি অফিসার আকরাম হোসেনের সঞ্চালনায় উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ ইশতিয়াক আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা টিটু রাণী দাশ গুপ্ত, মিতালী ব্রাদাসের সত্ত্বাধিকারী মো: ইসমাইল , কৃষক আজম খাঁন, দিদারুল আলম, আরিফ হোসন, জাহাঙ্গীর আলমসহ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষির উন্নয়নে ভালো মানের পণ্যের ব্যবহার খুবই জরুরি। সেই লক্ষে ইনতেফা কোম্পানির পণ্য গুণগত মান সম্পন্ন। সারা দেশে উক্ত কোম্পানির পণ্য কৃষকদের মাঝে বেশ সাড়া ফেলেছে।
সমাবেশ শেষে প্রত্যেক কৃষকের মাঝে ১টি ফলজ ১টি বনজ গাছের চারা বিতরণ করা হয়।