চট্টগ্রামের সীতাকুণ্ডে অজ্ঞাত গাড়ীর ধাক্কায় মোহাম্মদ মিজানুর রহমান (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোর ৪টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বারআউলিয়ারস্থ শেয়ারীপুল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার কাদিরপুর এলাকার আব্দুর রশিদ মিয়ার পুত্র। আহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহত মিজানুর পিকআপ ভ্যানের চালক ও আহত ব্যক্তি চালকের সহকারী বলে জানা যায়।
স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে চলন্ত একটি গাড়ীর পেছনে পিকআপ ভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলে পিকআপ চালক নিহত হন। এ ঘটনায় আরও একজন আহত হন। এসময় সামনে থাকা গাড়ীটি দ্রুত পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে বারআউলিয়ার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল মমিন জানান, নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান আরেকটি অজ্ঞাত গাড়ীর পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলে পিকআপের চালক ও হেলপার গাড়ীতে আটকা পড়ে। চালক ঘটনাস্থলে মারা যান। আহত ও নিহত ব্যক্তিদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।