রাঙ্গুনিয়ায় পৃথক অভিযানে আটজনকে গ্রেফতার করা হয়েছে। মাদক সেবন ও সংরক্ষণের দায়ে ছয়জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান।
আদালত সূত্র জানায়, উপজেলার চন্দ্রঘোনা লিচুবাগান ও ফেরিঘাট এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে মোঃ রেজাউল করিম, মোঃ ইউসুফ, মোঃ শাকিল ইসলাম, মোঃ জাহেদ হোসেনকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে ২০০ টাকা অর্থদণ্ড ও মোঃ ইউসুফকে ৩ মাসের ও অন্য তিনজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। এসময় গাজাসহ মাদকের সরঞ্জামাদি ধ্বংস করা হয়। আদালতকে সহযোগিতা করেন চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ মিজানুর রহমান, রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ ও আনসার সদস্যরা।
লবুধবার বিকেলে পোমরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে মো. রাসেল, মো. নয়নকে গ্রেফতার করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিন মাস বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। এদিকে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ চন্দ্রঘোনা শ্যামার পাড়ায় অভিযান চালিয়ে কাঞ্চন দাস নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। চন্দ্রঘোনা মিশন হাসপাতালে হামলার ঘটনায় মো. রবিউল নামে একজনকে পুলিশ গ্রেফতার করেছে।