মিরসরাই ফুটবল উৎসব ও ক্রীড়া সংবর্ধনা ২০২৫-এ রানার্স আপ হওয়ায় মিরসরাই যুব স্পোর্টস একাডেমির খেলোয়াড়দের সম্মানে এক মধ্যাহ্নভোজ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ আগস্ট) দুপুর ২টায় উপজেলার মহামায়া হান্ডি রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়।
একাডেমির উপদেষ্টা দক্ষিণ আফ্রিকা প্রবাসী আব্দুল হকের সার্বিক পৃষ্ঠপোষকতায় এবং প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিনের সঞ্চালনায় ও একাডেমির প্রধান উপদেষ্টা লায়ন তাহের আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা এ কে এম মাজলুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই প্রেস ক্লাবের সভাপতি নুরুল আলম, মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও মিরসরাই ক্রীড়া সংস্থার সদস্য এম মাঈন উদ্দিন, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামী, একাডেমির উপদেষ্টা ফখর উদ্দিন নিজামী, এম শিহাব উদ্দিন, হেলাল আল রাজ, জাফর উদ্দিন, সদস্য জিয়া উদ্দিন, মীর নূর উদ্দিন, তাছলিম উদ্দিন রাকিন প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মিরসরাই যুব স্পোর্টস একাডেমির খেলোয়াড়রা সামনের দিনে আরও সাফল্য অর্জন করে দেশের ক্রীড়াঙ্গনে গৌরব বয়ে আনবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।