চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ১০৫ লিটার চোলাই মদ ও ১টি সিএনজি সহ ২ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৩ আগষ্ট) রাতে চন্দ্রঘোনা থানাধীন ৩নং বাঙ্গালহালিয়া ইউপিস্থ বান্দরবান সড়কের ওপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আসামীদের নাম মো: হাছান(২৩) ও মোহাম্মদ দিদারুল আলম(৪০)। তারা বোয়ালখালী উপজেলার চরনদ্বীপ এলাকার বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল জানান, থানার এসআই এস. এম. রবিউল আমিন, এসআই বিষ্ণুপদ হীরা এবং সঙ্গীয় ফোর্সসহ শনিবার রাত ১টায় অভিযান পরিচালনা করে তাদের ১০৫ লিটার মদ সহ গ্রেফতার করেছে।
পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(গ)/৩৮/৪১ ধারায় মামলা রুজু করে রোববার আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।