রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ আগষ্ট) সকালে আকবর সিকদার পাড়া চত্বরে এ চাল বিতরণের উদ্বোধন কররাঙ্গুনিয়া উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. রবিউল হাসান।
এসময় আরো উপস্থিত ছিলেন ডিলার মো. আলমগীর ট্রেডার্সের সত্বাধীকারী মো. আলমগীর হাসান, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আবু তৈয়ব, লালানগর জিয়া মঞ্চের সভাপতি মো. সাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মালেক শাহ, লালানগর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম, সদস্য দিদার, ফজলুল করিম, আসাদুজ্জামা প্রমুখ।
কর্মসূচির আওতায় ২৮৫ কার্ডধারী পরিবারকে স্বল্পমূল্যে ৩০ কেজি করে চাল প্রদান করা হয়।