কাপ্তাই উপজেলাধীন বিভিন্ন স্কুল ও গ্রাম পর্যায়ে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ১৪ হাজার ৭শত ৪২ জন ছেলে-মেয়ে উভয় শিশুকে টাইফয়েডের টিকা দেওয়া হবে। আগামী ১২ অক্টোবর থেকে শুরু হয়ে মাসব্যাপী এই কর্মসূচি চলবে। সোমবার (২৫ আগষ্ট) কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দপ্তরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকদের সঙ্গে উপরোক্ত বিষয়ে মত বিনিময় কালে ডাঃ রুইহলা মং মারমা এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এ ব্যাপারে এখন থেকে স্কুল ও এলাকা ভিত্তিক নিদিষ্ট ইপিআই টিকাকেন্দ্রে রেজিষ্ট্রেশন কার্যক্রম চলছে। চাইলে ওই বয়সী শিশুদের অভিভাবকরা ইপিআই টিকা দান কেন্দ্রে রেজিষ্ট্রেশন করতে পারবে।
তিনি বলেন, ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের মধ্যে এই রোগের প্রকোপ বেশি দেখা যায়। তাই আগামী প্রজন্মকে টাইফয়েড মুক্ত শক্তিশালী প্রজন্ম হিসেবে গড়ে তুলতে সকল অভিভাবকদের এই কার্যক্রমে অংশগ্রহণ করার আহবান জানান।
তিনি আরও বলেন, এই টিকাটি পরীক্ষিত ও সুরক্ষিত। এই টিকা নিয়ে কোন প্রকার অপপ্রচারে কান না দিয়ে কিংবা কোন বিভ্রান্তিকর তথ্য পেলে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানান।