সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে “সীতাকুণ্ড নিউজ ২৪” নামক গুপ্ত পেইজ থেকে বিএনপি নেতা আসলাম চৌধুরীকে নিয়ে প্রচারিত মিথ্যা রটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) দুপুর ১২ টায় তার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই মিথ্যা সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।
জানা যায়, গতকাল রবিবার রাতে “সীতাকুণ্ড নিউজ ২৪” নামক একটি গুপ্ত পেইজ থেকে সীতাকুণ্ড হাফিজ জুট মিল থেকে বিএনপি নেতা আসলাম চৌধুরীর নেতৃত্বে দৈনিক ১৫/২০ ট্রাক লোহা ও যন্ত্রপাতি লুট’ এই শিরোনাম একটি মিথ্যা সংবাদ প্রচার করা হলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়।
স্থানীয় নেতারা মনে করছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপপ্রচার এখন বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক জহুরুল আলম জহুর বলেন, “জনপ্রিয় নেতা আসলাম চৌধুরীকে টার্গেট করে এভাবে ভুয়া তথ্য ছড়ানো দুঃখজনক। এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়।”
অন্যদিকে পৌরসভা ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন সিরাজী বলেন, “আসলাম ভাইয়ের মতো একজন রাজনৈতিক নেতার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক মিথ্যা প্রচারণা বন্ধ হওয়া জরুরী।”
এ বিষয়ে আসলাম চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, “সীতাকুণ্ড নিউজ ২৪” নামক একটি গুপ্ত পেইজ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নাম উল্লেখ করে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট লেখা প্রচার করে আমার মানহানির অপচেষ্টায় লিপ্ত রয়েছে। সীতাকুণ্ডের হাফিজ জুট মিল থেকে লোহা ও যন্ত্রপাতি লুটের যে কাল্পনিক কল্পকাহিনী রচনা করা হয়েছে তা অবৈধ মিথ্যা প্রোপাগান্ডা ছাড়া কিছুই নয়। প্রকৃতপক্ষে এধরনের কোন কর্মকাণ্ডের সাথে আমার নূন্যতম সংশ্লিষ্টতা নেই। তার লেখায়ও কোন ধরনের তথ্য বা দালিলিক কিছুর উল্লেখ নেই। এধরনের ভিত্তিহীন লেখালেখির মাধ্যমে আমার মানহানির চেষ্টা করছে একটি কুচক্রী মহল।
তিনি আরও বলেন, ইতিমধ্যে এই গুপ্ত পেইজ থেকে আমাদের দলের অনেকের নামেও মিথ্যা ভিত্তিহীন লেখ প্রচার করেছে, যা আইনত দন্ডীয় অপরাধ। আমি এই গুপ্ত পেইজ এর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিব শীঘ্রই।