ফার্মাসিউটিক্যালস রিপ্রজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) মিরসরাই উপজেলা শাখার কার্যালয় উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) রাতে উপজেলা অডিটোরিয়ামে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক, মিরসরাই ডায়বেটিক সেন্টারের পরিচালক ডা: আহমেদ মঈনুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফারিয়ার চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান।
চট্টগ্রাম বিভাগীয় ফারিয়ার সহ-সভাপতি ও মিরসরাই উপজেলা ফারিয়ার সভাপতি শুধাংশু শেখর শর্মার সভাপতিত্বে ও বিভাগীয় ফারিয়ার দপ্তর সম্পাদক,চট্টগ্রাম মহানগর ফারিয়ার সাধারণ সম্পাদক শরীফ হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন,মিরসরাই উপজেলা ফারিয়ার সাধারণ সম্পাদক আব্বাস আলী, মিরসরাই উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই ইউনিট ফারিয়ার সভাপতি সাইদুল ইসলাম তৌকির ও সাধারণ সম্পাদক দিদারুল আলম কিরন।
এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক জিসু কুমার দাশ, দপ্তর সম্পাদক গোলাম ছামদানী, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম,অর্থ সম্পাদক ইউসুফ, উপজেলা ফারিয়ার সহ-সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রধান করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও চট্টগ্রাম বিভাগীয় ফারিয়ার সহ-সভাপতি ও উপজেলা ফারিয়ার সভাপতি শুধাংশু শেখর শর্মা তিনি সংগঠনের বিভিন্ন সামাজিক কর্মকান্ড তুলে ধরেন।