চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমিতে অবৈধভাবে নির্মিত প্রায় ৫০ ফুট দীর্ঘ সীমানা প্রাচীর উচ্ছেদ করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সওজের এস এ ই সাজ্জাদ হোসেন ও তার টিম, মীরসরাই থানা পুলিশ সদস্যরা এবং স্থানীয় জনসাধারণ অংশ নেন। এ সময় অবৈধভাবে নির্মিত সীমানা প্রাচীর ভেঙে ফেলা হয়।
অভিযান শেষে স্থানীয়দের সতর্ক করা হয় যেন কেউ সড়ক ও জনপথ বিভাগের জমি দখল না করে। একই সঙ্গে রাস্তার দুপাশে অবৈধ স্থাপনা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
এব্যাপারে মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন, মহাসড়ক সংলগ্ন সওজের জায়গায় সীমানা প্রাচীর থাকায় ভেঙ্গে দেয়া হয়েছে। জনস্বার্থে এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।