চট্টগ্রাম 12:07 am, Wednesday, 27 August 2025

রাঙ্গুনিয়ায় হামলার প্রতিবাদে হোসনাবাদে মানববন্ধন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় হামলার প্রতিবাদে হোসনাবাদ ইউনিয়নে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) সকালে হোসনাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ড এবং কাপ্তাই উপজেলা সীমান্তবর্তী এলাকায় এ মানববন্ধন আয়োজন করা হয়। এতে স্থানীয় নারী-পুরুষসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে ভুক্তভোগীর মা মনজুরা খাতুন বলেন, ‘‘আমার স্বামী ২০১৯ সালে মারা গেছেন, এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আমি আমার ৯ সন্তানকে মানুষ করেছি। কিন্তু আজ পর্যন্ত আমার ছেলেমেয়েদের জন্য কোন অভিযোগ আসেনি।’’ তিনি আরও বলেন, ‘‘আমার ছেলের ওপর হামলার জন্য কঠোর শাস্তি চাই। হামলাকারীদের আত্মীয়স্বজন অনেক প্রভাবশালী হওয়ায়, তারা আমাদের প্রতিবাদ করার সুযোগও দেয় না, বরং হুমকি দেয়।’’

ভুক্তভোগীর ছোট ভাই হযরত আলী (২০), যিনি রাঙ্গুনিয়া সরকারি কলেজের ছাত্র, বলেন, ‘‘আমরা কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়নের বাসিন্দা হলেও বর্তমানে হোসনাবাদে বসবাস করি। গত ২১ আগস্ট বিএনপির এক প্রোগ্রামে অংশগ্রহণের পর পরবর্তী দিনে সোহেল পাটোয়ারি আমাদের ওপর হামলা করে। স্থানীয় সাবেক মেম্বার প্রশাসনের পরামর্শে বিষয়টি সমাধান করবেন বলে জানিয়েছিলেন, কিন্তু কয়েকদিন পর আমার ভাই ইউনুছ আলী আসলে হামলাকারীরা এর জের ধরে তাকেও গুরুতর আহত করে। তাকে আহত অবস্থায় প্রথমে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা নিয়েছেন।’’ তিনি জানান, ‘‘আমার বোনের স্বামী এমরান হোসেন এলাকায় মাদকবিরোধী যুব সমাজ গঠন করার কারণে হামলাকারীরা তার উপরও ক্ষিপ্ত ছিল। তাকেও মারধর করে। তিনি স্থানীয় মসজিদে নামাজ পড়ান আর কয়েকটি টিউশনি করান।’’ এ বিষয়ে হামলাকারী সোহেল পাটোয়ারী, সিজান ও জিসানের নামে থানায় অভিযোগ করা হয়েছে বলেও জানান তিনি।

মানববন্ধনে বক্তব্য রাখেন হোছনাবাদ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক বখতিয়ার এবং মীর্জা মহিউদ্দিন, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবদুল কুদ্দুস, হোসনাবাদ ইউনিয়ন বিএনপি নেতা হোসেন মেম্বার, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা রুকন উদ্দিন রুকন, রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্চাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু তাহের, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুন্নবী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রিয়াজ করিম রিজভী, ইউনিয়ন যুবদল নেতা মামুন, ছাত্রদল নেতা মিল্টন, আজিজ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সফিউল আলম বাচা। এছাড়াও উপস্থিত ছিলেন লালানগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমাম উদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘‘আমাদের দলের কর্মীদের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। দুষ্কৃতকারীদের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নেয়ার আহবান জানান তিনি।’’ এছাড়া, তিনি মাদক ব্যবসা ও সন্ত্রাসীদের উপদ্রব বেড়ে যাওয়ার বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

মানববন্ধনে আরও বেশ কিছু নারী স্থানীয় নিরাপত্তাহীনতার বিষয়েও অভিযোগ তুলেছেন।

এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন অভিযোগ পেয়েছেন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বিএনপি নেতা আসলাম চৌধুরীকে জড়িয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সীতাকুণ্ডে বিক্ষোভ সমাবেশ

রাঙ্গুনিয়ায় হামলার প্রতিবাদে হোসনাবাদে মানববন্ধন

Update Time : 04:42:27 pm, Tuesday, 26 August 2025

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় হামলার প্রতিবাদে হোসনাবাদ ইউনিয়নে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) সকালে হোসনাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ড এবং কাপ্তাই উপজেলা সীমান্তবর্তী এলাকায় এ মানববন্ধন আয়োজন করা হয়। এতে স্থানীয় নারী-পুরুষসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে ভুক্তভোগীর মা মনজুরা খাতুন বলেন, ‘‘আমার স্বামী ২০১৯ সালে মারা গেছেন, এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আমি আমার ৯ সন্তানকে মানুষ করেছি। কিন্তু আজ পর্যন্ত আমার ছেলেমেয়েদের জন্য কোন অভিযোগ আসেনি।’’ তিনি আরও বলেন, ‘‘আমার ছেলের ওপর হামলার জন্য কঠোর শাস্তি চাই। হামলাকারীদের আত্মীয়স্বজন অনেক প্রভাবশালী হওয়ায়, তারা আমাদের প্রতিবাদ করার সুযোগও দেয় না, বরং হুমকি দেয়।’’

ভুক্তভোগীর ছোট ভাই হযরত আলী (২০), যিনি রাঙ্গুনিয়া সরকারি কলেজের ছাত্র, বলেন, ‘‘আমরা কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়নের বাসিন্দা হলেও বর্তমানে হোসনাবাদে বসবাস করি। গত ২১ আগস্ট বিএনপির এক প্রোগ্রামে অংশগ্রহণের পর পরবর্তী দিনে সোহেল পাটোয়ারি আমাদের ওপর হামলা করে। স্থানীয় সাবেক মেম্বার প্রশাসনের পরামর্শে বিষয়টি সমাধান করবেন বলে জানিয়েছিলেন, কিন্তু কয়েকদিন পর আমার ভাই ইউনুছ আলী আসলে হামলাকারীরা এর জের ধরে তাকেও গুরুতর আহত করে। তাকে আহত অবস্থায় প্রথমে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা নিয়েছেন।’’ তিনি জানান, ‘‘আমার বোনের স্বামী এমরান হোসেন এলাকায় মাদকবিরোধী যুব সমাজ গঠন করার কারণে হামলাকারীরা তার উপরও ক্ষিপ্ত ছিল। তাকেও মারধর করে। তিনি স্থানীয় মসজিদে নামাজ পড়ান আর কয়েকটি টিউশনি করান।’’ এ বিষয়ে হামলাকারী সোহেল পাটোয়ারী, সিজান ও জিসানের নামে থানায় অভিযোগ করা হয়েছে বলেও জানান তিনি।

মানববন্ধনে বক্তব্য রাখেন হোছনাবাদ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক বখতিয়ার এবং মীর্জা মহিউদ্দিন, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবদুল কুদ্দুস, হোসনাবাদ ইউনিয়ন বিএনপি নেতা হোসেন মেম্বার, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা রুকন উদ্দিন রুকন, রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্চাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু তাহের, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুন্নবী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রিয়াজ করিম রিজভী, ইউনিয়ন যুবদল নেতা মামুন, ছাত্রদল নেতা মিল্টন, আজিজ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সফিউল আলম বাচা। এছাড়াও উপস্থিত ছিলেন লালানগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমাম উদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘‘আমাদের দলের কর্মীদের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। দুষ্কৃতকারীদের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নেয়ার আহবান জানান তিনি।’’ এছাড়া, তিনি মাদক ব্যবসা ও সন্ত্রাসীদের উপদ্রব বেড়ে যাওয়ার বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

মানববন্ধনে আরও বেশ কিছু নারী স্থানীয় নিরাপত্তাহীনতার বিষয়েও অভিযোগ তুলেছেন।

এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন অভিযোগ পেয়েছেন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।