মিরসরাইয়ের অন্যতম সামাজিক সংগঠন ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক মিরসরাই কর্তৃক আয়োজিত বিনামূল্যে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।
আজ ২৫আগষ্ট ২০২৫ রোজ সোমবার চিনকি আস্তানা উচ্চ বিদ্যালয়ে প্রায় ৩০০ এর অধিক শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
এ সময় উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক – মো: আবুল কালাম মজুমদার। উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি- নিজাম উদ্দিন কমিশনার। আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষক- সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম, কাজী ফজলুল করিম,জাহানারা খানম।
এসময় উপস্থিত ছিলেন ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক মিরসরাইয়ের সদস্য-মেহেদী হাসান ইমন, তানভীর হাসান, আরিফুল ইসলাম ইমন, আব্দুললাহ্ , নাজিম উদ্দিন লিমন, আলী আকবর বাচ্চু, আব্দুল্লাহ আল নোমান, মোহাম্মদ শরিফ, আলী আজগর, মেহেদী হাসান মোহন, আরিফুল ইসলাম, আবির, সাকিব, হৃদয় প্রমুখ।