হাটহাজারীতে অবৈধভাবে সরকারী সংরক্ষিত বনে প্রবেশ করে সেগুন গাছ কেটে পাচারের দায়ে সেনাবাহিনীর সহায়তায় মো.আনিস (২২) ও মো.সোহেল (২৮) নামের দুই পাচারকারীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৬ অগাস্ট) সকাল সাড়ে ছয়টার দিকে হাটহাজারী পৌরসভার ফায়ার সেন্টার সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় গাছ পাচারে ব্যবহৃত বাহন ও বিভিন্ন সরঞ্জামাদিও জব্দ করা হয়।
আটককৃত মো.আনিছ (২২) হাটহাজারী পৌরসভার ২নং ওয়ার্ডস্থ দেওয়ান নগর এলাকার মৃত আবুল কালামের এবং মো.সোহেল (২৮) পৌরসভার ১নং ওয়াডের মৃত হারুনর রশিদের পুত্র।
সূত্রে জানা যায়, হাটহাজারী বিট কাম চেক স্টেশনের সঙ্গীর স্টাফসহ নিয়মিত টহল প্রদানের সময় গোপন সংবাদের ভিত্তিতে রেঞ্জ কর্মকর্তা মো.সাইফুল ইসলাম এর দিক নির্দেশনায় স্টেশন কর্মকর্তা মো.লুৎফুর রহমান এর নেতৃত্বে পৌরসভার লম্বোটিলা নামক স্থানে অভিযানে গেলে পাচার কাজে নিয়োজিত নুর মোহাম্মদ (পাঙ্কা),পিতা-মজিদ, সন্দীপ পাড়া, মোরশেদ, পিতা-আবুল কালাম, পশ্চিম দেওয়ান নগর, পৌরসভাসহ দুইজন গভীর জঙ্গলের দিকে পালিয়ে যায়। এবং আটককৃতরা সেগুন কাঠ বোঝাই পিকআপ (চট্টমেট্রো-ম ১১-০৮২১) নিয়ে দ্রুত গতিতে ফায়ার সেন্টারের দিকে পালিয়ে যাওয়ার সময় পেছনে ধাওয়া করে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় তাদের হাতেনাতে আটক করা হয়। অভিযানে কর্তনকৃত সেগুন গোল কাঠ ১২ টুকরা, সেগুন মোথা ১৫টি, ছেও করাত ১ট, দা ২টি, কুড়াল ১টি ও একটি পরিমাপের ফিতা জব্দ করা হয়।
জানতে চাইলে হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম মঙ্গলবার রাতে ৯ টার দিকে এ প্রতিবেদক কে জানান, আটককৃতরা ১৯২৭ সনের বন আইনের (২০০০ সনে সংশোধিত) ২৬ (১ক) দ্বারা মতে জামিন অযোগ্য শাস্তিযোগ্য অপরাধে অপরাধী। এ ঘটনায় উল্লেখিত চারজনের নামে বন মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি। এছাড়া কাঠ সহ আটককৃত পিকাপসহ জব্দ করা সরঞ্জামাদি হাটহাজারী বিট কাম চেক ষ্টেশন অফিস হেফাজতে রাখা আছে বলেও জানান তিনি।