সন্দ্বীপ পৌরসভার প্রশাসকের কর্ম সম্পাদন কমিটির ১১তম মাসিক সভা বুধবার (২৭ আগস্ট) পৌরসভা কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক মংচিংনু মারমা।
সভায় উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ও সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসিন আলম, আনোয়ার হোসেন, মাহমুদুল হক, নির্বাহী প্রকৌশলী কৌশিক বড়ুয়া, উপসহকারী প্রকৌশলী মোরশেদ আলম, নক্সাকার রবিউল ইসলামসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় বিগত মাসের কার্যবিবরণী অনুমোদনের পাশাপাশি পৌর এলাকার জলাবদ্ধতা নিরসনে কাঁচা ড্রেন নির্মাণ, হোল্ডিং ট্যাক্স পরিশোধকারী পরিবারকে ডাস্টবিন বিতরণ, সড়কের পাশের গাছের ডালপালা কর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়।
৪ নম্বর ওয়ার্ডের তেজবাগ ব্রিজ দ্রুত সংস্কার, টাইফয়েড টিকাদান কার্যক্রম জোরদারকরণ, হোল্ডিং ট্যাক্স পুনর্মূল্যায়ন, অচল সোলার লাইট সংস্কার ও পৌর ওয়েবসাইট সচল করার সিদ্ধান্ত নেওয়া হয়।
নিম্ন আয়ের মানুষের জন্য কেক তৈরির প্রশিক্ষণ, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে কর্মকর্তা-কর্মচারীদের মাঠ পর্যায়ে সক্রিয় হওয়ার নির্দেশনা দেওয়া হয়। এছাড়া প্রতিটি ওয়ার্ডের সালিশি বৈঠকে সন্দ্বীপ থানার একজন প্রতিনিধি উপস্থিত থাকবেন বলেও সিদ্ধান্ত হয়।
সভায় পৌর প্রশাসক মংচিংনু মারমা বলেন, “পৌরবাসীর কল্যাণে নেওয়া প্রতিটি সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নাগরিক সেবার মান উন্নয়নে পৌরসভার সবাইকে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে।”
পৌরসভা কর্তৃপক্ষ আশাবাদী, এসব সিদ্ধান্ত বাস্তবায়িত হলে নাগরিক সেবা সহজতর হবে এবং উন্নয়নের গতি আরও বেগবান হবে।