সন্দ্বীপ উপজেলা বিএনপি সম্প্রতি অনলাইন সংবাদ মাধ্যম “ফেস দ্যা পিপল”–এ প্রকাশিত “পাঁচ মোড়লের কব্জায় সন্দ্বীপ” শীর্ষক প্রতিবেদনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে। এই প্রতিবাদের অংশ হিসেবে শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১০টায় উপজেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা প্রতিবেদনটিকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে আখ্যা দেন। তাঁদের দাবি, এই প্রতিবেদনের মাধ্যমে দলটির ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্র করা হয়েছে। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির অন্যতম সুসংগঠিত ইউনিট হিসেবে সন্দ্বীপ উপজেলা বিএনপি দীর্ঘদিন ধরে নানা বাধা–বিপত্তির মধ্যেও সাংগঠনিকভাবে সক্রিয় রয়েছে বলে তাঁরা উল্লেখ করেন।
নেতারা বলেন, টিউবওয়েল বরাদ্দের বিষয়টি সম্পূর্ণ নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ইউএনও বরাবর লিখিত আবেদনের মাধ্যমে সম্পন্ন হয়েছে। কোনো ধরনের আর্থিক লেনদেন হয়নি এবং বরাদ্দপ্রাপ্ত কেউ ব্যক্তি স্বার্থে উপকৃত হয়নি বলেও তাঁরা জানান। এ বিষয়ে কেউ যদি দুর্নীতির প্রমাণ উপস্থাপন করতে পারেন, তা গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান নেতৃবৃন্দ।
এছাড়াও গুপ্তছড়া সড়কের ২৮ কোটি টাকার চলমান উন্নয়ন প্রকল্পের টেন্ডার প্রক্রিয়ার সঙ্গেও বিএনপির কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই বলে স্পষ্টভাবে জানানো হয়।
সম্প্রতি আলোচিত ‘মহিষ কান্ড’-এর সঙ্গেও বিএনপিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানোর অপচেষ্টা করা হচ্ছে বলেও নেতারা অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের, সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, যুবদলের আহ্বায়ক নিঝুম খান, সদস্য সচিব এম এ আজিজ এবং ছাত্রদলের সদস্য সচিব শহিদুল ইসলাম।
বক্তারা বলেন, স্বাধীন সংবাদমাধ্যমের প্রতি তাঁদের শ্রদ্ধা রয়েছে, তবে “ফেস দ্যা পিপল”–এর মতো ভিত্তিহীন প্রতিবেদন গণতন্ত্র ও রাজনৈতিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ। তাঁরা সংবাদমাধ্যমকে দায়িত্বশীলতা বজায় রাখার এবং বিভ্রান্তিকর তথ্য পরিবেশন থেকে বিরত থাকার আহ্বান জানান।