চট্টগ্রামের মিরসরাইয়ে বালাইনাশক কোম্পানি “নাসা কেয়ার লাইফ” এর উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বিকাল ৩ টায় মিরসরাই উপজেলার সদর ইউনিয়নের শ্রীপুর গ্রামে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে কোম্পানির কুমিল্লা রিজিওনের ডিএসএম খায়রুল হাসান মজুমদারের সভাপতিত্বে কুমিল্লা রিজিওনের এরিয়া ম্যানেজার আনোয়ারুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপ সহকারী কৃষি কর্মকর্তা কৃষিবিদ শামসুল আলম, প্রধান আলোচক ছিলেন কৃষিবিদ নন্দিতা রাণী পাল, কোম্পানির পরিবেশক সজল দেবনাথ, সমাজকর্মী আবদুল কুদ্দুস, কৃষক দেবব্রত চক্রবর্তী, কামরুল ইসলাম, কান্তি মজুমদার, বাহার উদ্দিনসহ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষির উন্নয়নে দেশের স্বার্থে কৃষকদের জন্য সরকারকে ভূর্তুকি ভাড়ানো দরকার। মান সম্মত পন্য ব্যবহারে কৃষি উৎপাদন বাড়াতে পারে। সেই লক্ষ্যে মান সম্মত পন্য সঠিক সময়ে সঠিক পন্য সঠিক মাত্রায় প্রয়োগের আহবান জানানো হয়।