চট্টগ্রামের মিরসরাইয়ের ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া এলাকায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (৩১ আগস্ট) গভীর রাতে গনি মেম্বারের বাড়িতে এ ডাকাতি হয়। ডাকাতদল বাড়ি থেকে প্রায় দুই ভরি স্বর্ণালংকার, ৪০ হাজার টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
ঘরের বাসিন্দা আনোয়ারুল হক জানান, রাত সাড়ে তিনটার দিকে ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। তারা প্রথমেই তাঁর নাতির গলায় ছুরি ধরে পরিবারের সবাইকে জিম্মি করে ফেলে এবং চোখ বেঁধে দেয়। এরপর স্বর্ণালংকার ও টাকা লুট করে পালিয়ে যায়।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে পুলিশ কাজ করছে।