সন্দ্বীপ উপজেলার মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠের অগ্রগতিতে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আনোয়ারুল কবির।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো: আখতারুজ্জামান সুজন।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক সোলাইমান বাদশা, এম. এ. হলিম, আলমগীর হোসেন আলীম মেম্বার, শাখাওয়াত হোসেন ও আবদুল মান্নান।
বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: বেলাল উদ্দিন, সিনিয়র শিক্ষক মাওলানা আবু তাহের, সোহরাব কাউছার, আলতাফ হোসেন, হান্নান চৌধুরী, দিদারুল আলম সোহেল ও ইকবাল হোসেন পপেল প্রমুখ।
বক্তারা অভিভাবকদেরকে নিয়মিতভাবে শিক্ষার্থীদের পড়াশোনা তদারকি ও বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণে উদ্বুদ্ধ করেন। তারা বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশে অভিভাবকদের ব্যাপক উপস্থিতি ও আগ্রহ শিক্ষার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।