চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠাছড়া বাজার ওষুধ ব্যবসায়ী সমিতি নির্বাচনে সদস্যদের প্রত্যক্ষ বোর্ডে ফাল্গুনী মেডিকেল হলের স্বত্ত্বাধীকারী নজরুল ইসলাম সভাপতি ও জাফর ড্রাগ হাউজের স্বত্ত্বাধীকারী গীতিকার বাহার মাসুক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১টায় মিঠাছড়া বাজারে রয়েল কিচেন রেস্টুরেন্টে এক আলোচনা সব অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বাবু নারায়ণ সরকার ও বাবু পরিমলের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা অংশগ্রহণ করেন নজরুল ইসলাম, বাবু জগদিশ, জামির খান, চন্দন সরকার, ডাক্তার আজিম উদ্দিনসহ প্রমুখ।
আলোচনা সভায় আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।
আলোচনায় বক্তারা বলেন আগামী দিনে ওষুধ শিল্পকে এগিয়ে নিতে ভালো মানের ওষুধ জনগণের কাছে পৌঁছে দিতে সবাই ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়।