খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের থলিবাড়ি এলাকায় বাল্যবিবাহের অনুষ্ঠানে মোবাইল কোর্ট উপস্থিত হয়ে ৮০০০০ টাকা অর্থদণ্ডের আদেশ প্রদান করেছে ।
১২ সেপ্টম্বর দুপুরে মোবাইল কোর্ট এর উপস্থিতি টেরপেয়ে বর- কনের অবিভাবকরা পালিয়ে যায়। এসময় বর, বরের পিতা এবং কনের পিতাকে ঘটনাস্থলে না পেলেও উপস্থিত স্বাক্ষীগনের বক্তব্য ও সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই করে ঘটনার সত্যতা পায় রামগড় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এর মোবাইল কোর্ট ।
বাল্যবিবাহের সাথে সংশ্লিষ্টতা থাকায় “বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭” অনুযায়ী মোবাইল কোর্ট কনের নানা আবুল হাশেম এবং বরের ভাই মোঃ মনির হোসেনকে ২টি পৃথক মামলায় যথাক্রমে ৫০,০০০ টাকা এবং ৩০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করে ।
এসময় উপস্থিত সকলকে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।