চট্টগ্রাম 3:44 am, Saturday, 13 September 2025

সন্দ্বীপে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা

সন্দ্বীপ উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়, যার মাধ্যমে ফুটপাত দখল করে অবৈধভাবে পণ্য বিক্রি ও অনুমোদনহীন গ্যাস সিলিন্ডার বিক্রির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা-এর নেতৃত্বে পরিচালিত এ মোবাইল কোর্ট অভিযানটি অনুষ্ঠিত হয় উপজেলা কমপ্লেক্স সংলগ্ন এলাকায়, যেখানে দীর্ঘদিন ধরে জনদুর্ভোগ সৃষ্টিকারী কর্মকাণ্ড চলছিল বলে জানা গেছে।

অভিযানকালে দণ্ডবিধি ১৮৬০ এবং পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী দুইটি দোকানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এদের মধ্যে একজন দোকানিকে ২,০০০/- টাকা এবং অপরজনকে ৫,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ৭,০০০/- টাকা।

মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন মোবাইল কোর্টের পেশকার মোঃ আবুল হোসেন এবং একটি চৌকস আনসার টিম। অভিযান চলাকালে জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিতকরণ ও এলাকাকে দখলমুক্ত রাখতে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

উপজেলা প্রশাসন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আইনের শাসন প্রতিষ্ঠা ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। একই সঙ্গে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মীরসরাইয়ে কাভার্ডভ্যানের পিছনে প্রাইভেটকারে ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৩

সন্দ্বীপে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা

Update Time : 10:14:38 pm, Friday, 12 September 2025

সন্দ্বীপ উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়, যার মাধ্যমে ফুটপাত দখল করে অবৈধভাবে পণ্য বিক্রি ও অনুমোদনহীন গ্যাস সিলিন্ডার বিক্রির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা-এর নেতৃত্বে পরিচালিত এ মোবাইল কোর্ট অভিযানটি অনুষ্ঠিত হয় উপজেলা কমপ্লেক্স সংলগ্ন এলাকায়, যেখানে দীর্ঘদিন ধরে জনদুর্ভোগ সৃষ্টিকারী কর্মকাণ্ড চলছিল বলে জানা গেছে।

অভিযানকালে দণ্ডবিধি ১৮৬০ এবং পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী দুইটি দোকানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এদের মধ্যে একজন দোকানিকে ২,০০০/- টাকা এবং অপরজনকে ৫,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ৭,০০০/- টাকা।

মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন মোবাইল কোর্টের পেশকার মোঃ আবুল হোসেন এবং একটি চৌকস আনসার টিম। অভিযান চলাকালে জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিতকরণ ও এলাকাকে দখলমুক্ত রাখতে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

উপজেলা প্রশাসন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আইনের শাসন প্রতিষ্ঠা ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। একই সঙ্গে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।