আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গুনিয়া আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় আছেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস.এ. মুরাদ চৌধুরী। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে এমপি পদে এস এ মুরাদ চৌধুরীর নাম জোরালোভাবে উচ্চারিত হচ্ছে। বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লিফলেট নিয়ে মুরাদ চৌধুরী ইতিমধ্যেই রাঙ্গুনিয়ার বিভিন্ন ইউনিয়ন, গ্রাম ও বাজার এলাকায় সক্রিয় হয়ে ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করছেন।
জানা যায়, মুরাদ চৌধুরী বাড়ি বাড়ি পদচারণা, জনসভা এবং স্থানীয় মিটিংয়ের মাধ্যমে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের পাশাপাশি নিজের পরিকল্পনা ও নির্বাচনী ইস্যু তুলে ধরছেন। তিনি ভোটারদের সঙ্গে আলোচনার সময় রাঙ্গুনিয়ার অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি ক্ষেত্রে সম্ভাব্য উন্নয়ন পরিকল্পনা ব্যাখ্যা করছেন।
মুরাদ চৌধুরীর অনুসারীরা জানিয়েছেন, মুরাদ চৌধুরীর প্রচারণা শুধু পরিচিতি বৃদ্ধির জন্য নয়, বরং নির্বাচনী ইস্যু ও ভোটারদের সমস্যা সমাধানে কেন্দ্রিক। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমেও ভোটারদের সঙ্গে সংযোগ স্থাপন করে প্রচারণা চালাচ্ছেন। দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত এবং উত্তর জেলাসহ স্থানীয়ভাবে দলকে সংগঠিত করতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তরুণ ও অভিজ্ঞ নেতৃত্বের সমন্বয় ঘটাতে তার প্রার্থীতা রাঙ্গুনিয়ার রাজনীতিতে নতুন সম্ভাবনা সৃষ্টি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় এক তরুণ নেতা বলেন, “মুরাদ চৌধুরীর সাহসী নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ তরুণ প্রজন্মকে আকৃষ্ট করছে। তারা বিশ্বাস করেন, তরুণদের শক্তিই আগামী দিনে রাঙ্গুনিয়ায় বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে। স্থানীয়রা আশা করছেন, প্রার্থী শুধু নির্বাচনী প্রচারণা চালাবেন না, বরং ভোটারদের সমস্যা সমাধানেও মনোযোগ দেবেন, যা মুরাদ চৌধুরীর মধ্যে দেখা যায়। তাছাড়া এস.এ. মুরাদ চৌধুরীর নেতৃত্বে এলাকার তরুণ ও যুবকরা দলে সক্রিয়ভাবে যুক্ত হচ্ছেন।
স্থানীয়ভাবে বিএনপির বিভিন্ন কর্মসূচি, সভা-সমাবেশ ও সাংগঠনিক কার্যক্রমে তরুণদের অংশগ্রহণ দিন দিন বাড়ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, রাঙ্গুনিয়ায় নির্বাচনী মাঠে সক্রিয় থাকা প্রার্থীরা ভোটারদের মধ্যে জনপ্রিয়তা যাচাই করার সুযোগ প্রদান করছে। মুরাদ চৌধুরীর সক্রিয় প্রচারণা বিএনপির জন্য শক্তিশালী প্রার্থী হিসেবে তার অবস্থান দৃঢ় করছে।
এ বিষয়ে সম্প্রতি গোডাউনে আয়োজিত জনসভায় এস এ মুরাদ চৌধুরী বলেন, “রাঙ্গুনিয়ায় এমপি পদে বিএনপি’র প্রার্থী হতে অনেকে নমিনেশনের পিছনে দৌড়াচ্ছেন। কিন্তু আমি রাঙ্গুনিয়ার জনসাধারণকে নিয়ে দৌড়াচ্ছি বিএনপির ধানের শীষের ভোটের জন্য। ২০১৮ সালে রাঙ্গুনিয়াতে বিএনপির অনেকে যখন ধানের শীষের প্রতীক চাইতে ভয় করেছে সে সময়ে আমি সকল রক্তচক্ষু উপেক্ষা করে ধানের শীষ প্রতীকে নমিনেশন নিয়েছিলাম। জনগণের ভোটে এখন নির্বাচনের উপযুক্ত সময়, আমি নির্বাচনে অংশ নিব নাকি নিব না সেটা নির্ধারণ করবে আমাদের দলের নেতৃবৃন্দ ও রাঙ্গুনিয়ার জনগণ।”