রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের ফলাহারিয়া হযরত পাঠান আউলিয়া (রহ:) এতিমখানা ও হেফজখানা এবং এলাকাবাসীর উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে মিলাদ মাহফিল এবং পরামর্শক সভা মাদ্রাসার হলরুমে (১৩ সেপ্টেম্বর) দুপুরে অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে এদিন সকাল থেকে খতমে কুরআন, খতমে গাউসিয়া শরীফ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এদিন দুপুরে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা মুহাম্মদ হাকিম উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন মাদ্রাসা ও এতিমখানার সভাপতি মুবিনুল হক চৌধুরী, সেক্রেটারি মোহাম্মদ রফিকুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন মাওলানা মোহাব্বত আলী আলকাদেরী। বিষেশ বক্তা ছিলেন মাদ্রাসার সুপার মাওলানা আলমগীর হোসাইন, সহ সুপার মাওলানা আব্দুল কাদের, মাওলানা আবু নাছের, মাওলানা আব্দুল হন্নান। অতিথি ছিলেন মাওলানা আব্দুল হামিদ নঈমী, মোহাম্মদ সাইফুর রহমান জুয়েল, হাজী বোরহান উদ্দিন ড্রাইভার, হাজী ইদ্রিস সওদাগর, আব্দুল জলিল মেম্বার, কামাল উদ্দিন সওদাগর, আব্দুল হাকিম সওদাগর, মুহাম্মদ বেলাল, মাওলানা আবুল কালাম চৌধুরী, আবুল কাসেম চৌধুরী, হাজী আলমশাহ, রাশেদ তালুকদার, রমিজ সওদাগর, আহমদুল হক সওদাগর,আব্দুস ছত্তার তালুকদার, ইদ্রিস জনি সওদাগর, মফজল আহমদ , জামাল উদ্দিন, এনামুল হক, পিয়ারু, মাওলানা নুরুল আজিম কাদেরী, প্রমুখ।
সভায় মাদ্রাসার নির্মাণাধীন এতিমখানা ও হেফজখানার ৫ হাজার ৪০ বর্গফুট বিশিষ্ট তিনতলা ভবনের জন্য ইতিমধ্যেই অর্ধকোটি টাকা ব্যয় হয়েছে বলে জানানো হয়। পুরো ভবন নির্মাণে সব মিলিয়ে দুই কোটি টাকা প্রয়োজন। আগামী ১১ অক্টোবর ভবনের ছাদ ঢালাই করা হবে উল্লেখ করে সকল সুন্নী জনসাধারণের সহায়তা কামনা করা হয়। পরে মিলাদ ক্বিয়াম শেষে মোনাজাতের মাধ্যমে বিশেষ দোয়া করা হয়।